ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বান কি- মুনের সাথে আইসিসি বাংলাদেশের প্রতিনিধিদলের সাক্ষাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ২৫ নভেম্বর ২০১৯

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান সাবেক জাতিসংঘ মহাসচিব এবং অ্যাডাপ্টেশন এর গ্লোবাল কমিশন চেয়ারম্যান বান কি মুনের সম্প্রতিক সময়ের বাংলাদেশ সফরকালে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মাহবুবুর রহমান তাঁকে আইসিসি এবং আইসিসি বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বান কি মুনের সময়কালে জাতিসংঘ কর্তৃক একমাত্র বেসরকারী প্রতিষ্ঠান হিসাবে আইসিসিকে পারমানেন্ট ওভজার্ভার স্ট্যাটাস দেয়ায় রহমান তাঁকে ধন্যবাদ জানান।

বান কি-মুন আইসিসি সভাপতিকে এবং আইসিসি বোর্ডের সদস্যদের তাঁর সাথে দেখা করার জন্য ধন্যবাদ জানান। ২০৩০ এর এজেন্ডা অর্জনের লক্ষ্যে আইসিসি এর ইউ এস সিস্টেমের সাথে কাজ করার জন্য তিনি প্রশংসা করেন। তিনি বিশ্বব্যাপী জলবায়ূ পরিবর্তনের প্রভাব সম্পর্কে সতর্ক থাকার জন্য  বলেন এবং আশা প্রকাশ করেন যে বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বব্যাপী দূষণ কমাতে সর্বশক্তি প্রয়োগ করবে। 
বাংলাদেশের ৮ শতাংশের বেশী প্রবৃদ্ধি অর্জনের জন্য তিনি প্রশংসা করেন এবং বলেন যে বাংলাদেশ টেকসই উন্নয়ন অর্জনে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির রোল মডেল হিসাবে বিবেচিত হবে।     

আরকে//     


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি