ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাপ্পি পৌঁছায়নি : দাফন পেছাল নায়করাজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:২৪, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কানাডা থেকে এখনো দেশে পৌঁছাতে পারেননি সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি।  সে মরহুমের দাফনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন হওয়ার কথা ছিল নায়করাজের মরদেহের।

রাজ্জাকের পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফন হবে ছেলে দেশে আসার পরপরই। ধারণা করা হচ্ছে, আজ রাতে অথবা কাল ভোরে বাপ্পি দেশে এসে পৌঁছাবেন।

গতকাল সোমবার বিকেলে হার্ট অ্যাটাকে আক্রান্ত রাজ্জাককে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে তাঁর কর্মস্থল এফডিসিতে প্রথম জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নায়করাজের মরহদে রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা দেশের চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি