ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ২৬ অক্টোবর ২০২৪

১৬ বছর পর নতুন সভাপতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাজী সালাউদ্দিন অধ্যায়ের পর বাফুফের হাল ধরছেন তাবিথ আউয়াল। 

শনিবার (২৬ অক্টোকব) অনুষ্ঠিত নির্বাচনে ১৩৩ ভোটের মধ্যে ১২৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র পাঁচটি ভোট।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেশ উৎসবমুখর পরিবেশে হয়েছে এই নির্বাচন। নতুন সভাপতি তাবিথ এর আগে দুই মেয়াদে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত মাসে কাজী সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হয়ে যায়, প্রায় ১৬ বছর পর বাফুফে প্রধানের চেয়ারে বসবেন নতুন প্রধান। 

২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন তাবিথ। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মহি উদ্দিন মহির সঙ্গে ৬৫-৬৫ ভোটে ড্র হয়। এরপর পুনরায় ভোট হলে ৬৭-৬৩ ভোটে হেরে যান তাবিথ। চার বছর পর এবার সর্বোচ্চ পদে বসবেন তিনি।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি