ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাফুফের নির্বাচন শুরু: তাবিথ-মিজানের হাড্ডাহাড্ডি লড়াই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২৬ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন শুরু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় নির্বাচন শুরু হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাফুফের এই নির্বাচন নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে ভোটারদের মধ্যে।

এর আগে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বেলা ১১টা থেকে শুরু হয় বার্ষিক সাধারণ সভা। সভা চলে বেলা ১টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোটগ্রহণ। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।

কাজী মোহাম্মদ সালাউদ্দিন বাফুফে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর নতুন সভাপতির অপেক্ষায় রয়েছেন দেশের ফুটবলপ্রেমীরা।

নির্বাচনে ভোট দেবেন বাফুফের ১৩৩ জন কাউন্সিলর। কাউন্সিলর তালিকায় জেলা ফুটবল সংস্থা থেকে এসেছেন ৫৮ জন, প্রিমিয়ার লিগের ১০ ক্লাবের ১০ জন, ৮টি বিভাগীয় ফুটবল সংস্থা থেকে ৮ জন, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ৫ ক্লাবের ৫ জন, প্রথম বিভাগের ১৮ ক্লাবের ১৮ জন, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৮টি করে ক্লাবের ১৬ জন।

এবারই প্রথম যুক্ত হওয়া নারী লিগের শীর্ষ ৪ ক্লাবের ৪ জন, ৬ বিশ্ববিদ্যালয়ের ৬ জন ও ৫ শিক্ষা বোর্ড থেকে ৫ জন প্রতিনিধি। এ ছাড়া রেফারি, কোচেস অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থা কাউন্সিলর আছেন একজন করে।

বাফুফের সভাপতি পদের জন্য লড়াইয়ে আছেন তাবিথ আউয়াল ও মিজানুর রহমান চৌধুরী। তাবিথ সাবেক ফুটবলার, তিনি সালাউদ্দিনের সময় একাধিকবার বাফুফের সহসভাপতি ছিলেন। মিজানুর রহমান দিনাজপুর জেলার ফুটবল সংগঠক। এই পদের জন্য আরও দুজন মনোনয়নপত্র জমা দিলেও পরে তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি