ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবাকে ছাড়াই জন্মদিনের কেক কাটল আব্রাম

প্রকাশিত : ১১:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রিন্সেস ডায়ানার সাজে আসলেন অপু বিশ্বাস। কোলে ছেলে আব্রাম খান জয়। আব্রামের মাথায় সোনার মুকুট। উজ্জল হাসি দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানালেন অপু। চারপাশে তারকাদের মিলন মেলা। চলছে একমাত্র ছেলে জয়ের জন্মদিনের উৎসব। সবকিছু ঠিকই আছে। কিন্তু যার জন্য বিশাল এ আয়োজন তার বাবা শাকিব খান অনুষ্ঠানে নেই।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রামের প্রথম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর, বুধবার। শাকিব খানকে ছাড়াই ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনের কেক কাটলেন অপু বিশ্বাস।

তবে শাকিব খান না থাকলেও এ সময় উপস্থিত ছিলেন শাকিবের পরিবারের সদস্যরা। একইসঙ্গে অপুর স্বজনরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

জন্মদিন উপলক্ষে গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনের কেক কাটা হয় রাত ৮টা ৫০ মিনিটে।

অনুষ্ঠানে একে একে উপস্থিত হন চিত্রনায়ক রিয়াজ, তাঁর স্ত্রী তিনা ও কন্যা, নায়ক বাপ্পী, পূর্ণিমা, শাবনূর, ডি এ তায়েব, কণ্ঠশিল্পী মমতাজ, কানিজ আলমাস খান, চিত্রপরিচালক বুলবুল বিশ্বাসসহ বহু তারকা। আমন্ত্রিত ছিলেন গণমাধ্যম কর্মীরাও।

অপু বিশ্বাস বলেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। জয় যেন মানুষের মতো মানুষ হতে পারে- এই কামনা করবেন।

গণমাধ্যমকে ছেলের নাম নিয়ে অপু বলেন, আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, ছেলে হলে আমার নামের সঙ্গে মিল রেখে নাম রাখব। আর মেয়ে হলে শাকিবের নামের সঙ্গে মিল রেখে নাম রাখব। যেহেতু ছেলে, তাই আমার নামের সঙ্গে মিল রেখে আব্রাম রাখা হয়েছে। সঙ্গে তার বাবার নামের থেকে খান রেখেছি। দুটো মিলে আব্রাম খান। বাবু হওয়ার আগে আমরা জানতাম না আমাদের ছেলে হবে নাকি মেয়ে। আলট্রাসনোগ্রাফি করিয়েছি, কিন্তু ডাক্তারের কাছে বিষয়টি জানতে চাইনি। বরং ডাক্তারকে না জানাতে বলেছিলাম। বলেছিলাম- ছেলে না মেয়ে, সেটা যেন কাউকে না বলা হয়।’

শাকিবের অনুপস্থিতি নিয়ে অপু বলেন, যে যাই বলুক শাকিব অনেক ব্যস্ত তারকা। সে দুপুরে মিলাদের আয়োজন করেছিলো। সেজন্য সে ক্লান্ত। তাছাড়া দুপুরে অনেকটা সময় ছেলের সঙ্গে কাটিয়েছে শাকিব।   

অপরদিকে ছেলের জন্মদিন উপলক্ষে গরীব-ও অসহায় ব্যক্তিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন শাকিব খান। এ ছাড়া গুলশানের আজাদ মসজিদে দোয়ার আয়োজন করেন শাকিব খান।

 

এসএ/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি