ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবাকে বাঁচাতে সন্তানের আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৬ জুন ২০২৩ | আপডেট: ১৬:৩৩, ৬ জুন ২০২৩

Ekushey Television Ltd.

স্ট্রোক করে মুগদা হাসপাতালের আইসিইউতে ভর্তি বাবা আব্দুল মজিদের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন তার ছেলে সুমন। 

৫৭ বছর বয়সী আব্দুল মজিদ রাজধানীর একটি বাড়িতে পাহারাদারের কাজ করতেন। স্ত্রী সেলিনা বেগম একটা স্কুলে সহকারীর কাজ করতেন। সম্প্রতি স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হলে পরিচিতদের কাছ থেকে কিছু সাহায্য ও উচ্চ সুদে টাকা নিয়ে স্ত্রীর চিকিৎসা করান তিনি। এরপর ঋণ পরিশোধের চাপ আসতে থাকে। এরই মাঝেই স্ট্রোক করেন তিনি।

টাকার অভাবে নিজের চিকিৎসা করাতে পারছেন না তিনি। বর্তমানে মুগদা হাসপাতালের সাত নম্বর বেডে চিকিৎসাধীন আছেন তিনি। 

আব্দুল মজিদের একমাত্র ছেলে সুমন বলেন টাকার অভাবে অনেক ওষুধ কিনতে পারছেন না। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও করতে পারছেন না। তাই সুমন তার বাবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন।

সুমনের নগদ নাম্বার ০১৪০৬৩১২২২৮, আব্দুল মজিদের জাতীয় পরিচয়পত্র নম্বর- ৪১৯৬৪০১০৮৯।

ঠিকানা: মাদ্রাসা রোড, বড় বটতলা, নন্দীপাড়া, মাদারটেক। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি