ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বার্ড ফ্লু সংক্রমিত প্রথম ব্যক্তি নানা জটিলতায় মারা গেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ৮ জুন ২০২৪ | আপডেট: ১৬:১০, ৮ জুন ২০২৪

এইচ৫এন২ বার্ড ফ্লুতে সংক্রমিত এক ব্যক্তি নানাবিধ শারীরিক জটিলতার কারণে মারা গেছে। তিনি ছিলেন এ ভাইরাসে সংক্রমিত হওয়া প্রথম মানুষ। এ ব্যাপারে তদন্ত চলছে।

ডব্লিউএইচও শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, মেক্সিকোর পরীক্ষাগারে মানব দেহে এইচ৫এন২ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমণের বিষয়টি প্রথম নিশ্চিত করা হয়।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তির দীর্ঘস্থায়ী কিডনি রোগ, টাইপ২ ডায়াবেটিস ও দীর্ঘদিনের সিস্টেমিক আর্টারিয়াল হাইপারটেনশনের ইতিহাস ছিল।

১৭ এপ্রিল এ ব্যক্তির তীব্র জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি বমি ভাব ও সাধারণ অসুস্থতা শুরু হওয়ার আগে তিনি তিন সপ্তাহ ধরে শয্যাশায়ী ছিলেন।

এক সপ্তাহ পর লোকটিকে মেক্সিকো সিটিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেদিনই তিনি মারা যান।

ডব্লিউএইচও’র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার শুক্রবার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘লোকটি কেবলমাত্র এইচ৫এন২ ভাইরাসে নয়, তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় মারা গেছেন।

লিন্ডমেয়ার বলেন, ফ্লু ও অন্যান্য ভাইরাসের জন্য তার লাশ পরীক্ষা করা হলে এইচ৫এন২ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

এদিকে হাসপাতালে তার সংস্পর্শে আসা সতেরো জনের শরীরে ভাইরাসটি সনাক্তে স্বাস্থ্য পরীক্ষা করা হলে তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে।

এইচ৫এন২ ভাইরাসে সংক্রমিত হওয়ার কয়েক সপ্তাহ আগে লোকটির বাসায় তার সংস্পর্শে আসা ১২ জনের সকলেরও এ ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি