বার্নাব্যু কাপ রিয়ালের
প্রকাশিত : ০৯:২৭, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ০৯:৪০, ১২ আগস্ট ২০১৮
প্রতিবছর নিজেদের (লং-টাইম) প্রেসিডেন্ট স্যান্টিয়াগো বার্নাব্যুর নামে একটি প্রীতি কাপের আয়োজন করে রিয়াল মাদ্রিদ৷ মিলানকে হারিয়ে এই মৌসুমে ৪০তম বার্নাব্যু কাপ নিজেদের দখল রাখল রিয়াল৷ ৩-১ ব্যবধানে মিলানকে হারাল স্পেনের লোপেটেগুইয়ের দল৷
ম্যাচে আয়োজক দলের পক্ষে তিনটি গোল করেন করিম বেঞ্জেমা, গ্যারেথ বেল এবং মায়োরাল৷ মিলানের হয়ে একমাত্র গোলটি করেছেন হিগুয়েন৷
দানি কারভাহালের ক্রসে মাথা ছুঁইয়ে ম্যাচের প্রথমার্ধের দু’মিনিটেই বল মিলানের জালে জড়িয়ে দেন বেঞ্জেমা৷ তবে গোল শোধ করতে বেশি সময় নেয়নি মিলানের স্ট্রাইকার হিগুয়েন৷ চার মিনিটেই ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলে লক্ষ্যভেদ করে মিলানকে লড়াইয়ে ফেরান কদিন আগে জুভেন্তাস থেকে ধারে এক বছরের জন্য মিলানে যোগ দেওয়া আর্জেন্টাইন হিগুয়েন৷
প্রথমার্ধ শেষ হওয়ার মুখেই কর্নার থেকে পাওয়া বল ডান পায়ের বিদ্যুৎগতির শটে বিপক্ষের জালে জড়িয়ে দেন গ্যারেথ বেল৷ ওয়েলস ফরোয়ার্ডের গোলে প্রথমার্ধেই ২-১ এগিয়ে যায় রিয়াল৷ এই নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন বেল৷ রিয়ালে সিআর সেভেনের জায়াগা যেন যথার্থভাবেই নিতে চলেছেন ইংলিশ ফরোয়ার্ড৷ দ্বিতীয়ার্ধে মায়োরালের আরও একটি গোলে ৩-১ ব্যবধানে বার্নাব্যু কাপ জেতে রিয়াল৷ এই নিয়ে ২৮ বার এই কাপ জিতল আয়োজক ক্লাবটি৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//