ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র, উইকিলিকস ফাঁস

প্রকাশিত : ১১:৫৮, ২৪ জুলাই ২০১৬ | আপডেট: ১১:৫৮, ২৪ জুলাই ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রার্থীতা নিশ্চিত করতে বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করেছিল ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি। উইকিলিকসের ফাঁস করা প্রায় ২০হাজার ইমেইলে বেরিয়ে এসেছে ষড়যন্ত্রের তত্ত্ব ও তথ্য। প্রার্থীতা বাছাইয়ে প্রাইমারি এবং ককাসের দায়িত্বে থাকা দলের সদস্যদের মধ্যে যে সব ই-মেইল চালাচালি হয়েছিলো ২২ জুলাই তা ফাঁস করে দেয় উইকিলিকস। হিলারির প্রতিদ্বন্দ্বি বার্নি স্যান্ডার্সের জনপ্রিয়তা কিভাবে কমানো যায় সেই চেষ্টা করেছেন ন্যাশনাল কমিটির সদস্যরা। কয়েকটি ই-মেইলে দেখা গেছে হিলারির বিরুদ্ধে স্যান্ডার্সের আনা দুর্নীতির অভিযোগ যাতে পার্টি সদস্যদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া তৈরি না করে সে ব্যাপারে নানা কৌশল এটেছে ন্যাশনাল কমিটি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি