ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন জিরোনা

প্রকাশিত : ১২:৫২, ৭ মার্চ ২০১৯

লা লিগার সেরা দুটি কাতালুনিয়া ক্লাবকে নিয়ে আয়োজন হয় কাতালান সুপার কাপ। যেখানে এবারের আসরে বার্সেলোনাকে হারিয়ে কাতালান সুপার কাপের শিরোপা জিতেছে জিরোনা। যদিও এ ম্যাচে লিওনেল মেসি-লুই সুয়ারেজসহ প্রথম একাদশের একাধিক ফুটবলারকে বিশ্রামে রেখেই দল সাজিয়েছিলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।

বুধবার রাতে ক্রিস্টিয়ান স্টুয়ানির একমাত্র গোলে ম্যাচটি জিতে জিরোনা। ম্যাচের অধিকাংশ সময়েই বল নিজেদের দখলে রাখলেও কাঙ্খিত গোল এল না বার্সার। উল্টো হেরে গেল তারা।

প্রথমার্ধে দুই দল একাধিক সুযোগ পেলেও কেউ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় জিরোনা। ম্যাচের ৬৯তম মিনিটে স্পট কিক থেকে ম্যাচের জয়সূচক গোলটি করেন জিরোনার উরুগুয়ের স্ট্রাইকার ক্রিস্তিয়ান স্তুয়ানি।

দ্বিতীয়ার্ধেও সেই আক্রমণের চাকা সচল থাকে। এবার এগিয়ে যায় জিরোনা। ৬৯ মিনিটে সফল স্পট কিকে দলকে লিড এনে দেন ক্রিস্টিয়ান স্টুয়ানি। ভালেরি ফার্নান্দেস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

পিছিয়ে পড়লে আক্রমণে ঢেউ তোলে বার্সা। মহুর্মুহু আক্রমণে জিরোনাকে ব্যতিব্যস্ত রাখে। তবে প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে চিড় ধরাতে পারেননি স্প্যানিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি বয়ে মাঠ ছাড়তে হয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের। পুচকে দল হলেও জিরোনার কাছে ব্লাউগ্রানাদের হার পরাজয় হিসেবেই ইতিহাসে লেখা থাকবে।

গত মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল বার্সা। আর দশম হয়েছিল জিরোনা। এবার প্রথমবার এই শিরোপা জিতল দলটি। আর আগের তিনবারে দুবার চ্যাম্পিয়ন হয় বার্সা, অন্যবার এস্পানিওল।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি