ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বার্সার কষ্টার্জিত জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৫০, ১ নভেম্বর ২০১৮

স্প্যানিশ দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা দেল রেতে হোঁচট খেতে বসেছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তে ক্লেমোঁ লংলের গোলে স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির ক্লাব কুলতুরাল লিওনেসার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা।

বুধবার রাতে স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় সেরা বত্রিশের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে কাতালান ক্লাবটি।

লিওনেসার মাঠ স্তাদিও মিউনিসিপাল রেইনো দি লিওনে অতিথি হিসেবে খেলতে যায় গতবারের চ্যাম্পিয়নরা। যদিও রিয়ালকে হারানোর ম্যাচের প্রায় কেউই ছিলেন না এ ম্যাচে। তবে আধিপত্য বিস্তার করে খেলেও শেষ পর্যন্ত যোগ করা সময়ে সান্ত্বনার একটি গোল পায় কাতালান শিবির।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। স্বদেশি ফরোয়ার্ড উসমান দেম্বেলের দারুণ ফ্রি কিকে হেডে জাল খুঁজে নেন বদলি নামা ফরাসি ডিফেন্ডার লংলে।

দুই মিনিট পর স্পেনের মিডফিল্ডার সের্হিও মার্কোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। কিন্তু পরের মিনিটেই দেনিস সুয়ারেস দারুণ সুযোগ নষ্ট করে। ফলে ব্যবধান আর বাড়েনি।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি