ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বার্সার তৃতীয় প্রস্তাবটিও ফিরিয়ে দিল লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:০২, ১৯ আগস্ট ২০১৭

রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার প্যারিসের পিএসজিতে চলে যাওয়ার পর থেকেই বার্সেলোনা কুটিনহোকে নিতে জোর চেষ্টা চালায় সর্বশেষ ব্রাজিলের এই মিডফিল্ডারকে কিনতে প্রায় সাড়ে ১২ কোটি ইউরোর প্রস্তাব দেয় ক্লাবটি কিন্তু বার্সার তৃতীয় প্রস্তাবটিও ফিরিয়ে দিয়েছে লিভারপুল

সম্প্রতি বার্সা মহাব্যবস্থাপক পেপ সেগুরা দাবি করেন ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে চুক্তি করার খুব কাছাকাছি অবস্থায় আছে বার্সেলোনা। তবে এ নিয়ে লিভারপুল কোচ ক্লপ বলেন, ক্লাবটি কেন এসব বলছে আমি জানি না। এমনকি আমি তাদের সঙ্গে আমার কখনও দেখাও হয়নি।

এদিকে পিঠের চোটের কারণে লিভারপুলের হয়ে এখনো মাঠে নামা হয়নি গত জানুয়ারিতে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা কুটিনহোর। এই তারকা আজও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও খেলবেন না বলে জানা গেছে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি