ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘বার্সার সঙ্গে মেসির চুক্তির বাকি কেবল আনুষ্ঠানিকতা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৩৪, ৫ সেপ্টেম্বর ২০১৭

আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি বার্সেলোনাতেই থাকছেন বলে জানিয়েছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। ক্লাব সভাপতি জানান, মেসির নতুন চুক্তিতে তার বাবা হোর্হে মেসি এরই মধ্যে সই করেছেন। বাকি কেবল চুক্তির আনুষ্ঠানিকতা।

বার্সেলোনা কর্তৃপক্ষ গত জুলাই মাসে জানিয়েছিলো, মেসি তাদের সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন। সে অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। তার বাই আউট ক্লজ ধরা হয়েছে ৩০ কোটি ইউরো।

তখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, কয়েক সপ্তাহের মধ্যেই মেসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে। কিন্তু দুই মাস কেটে গেলেও নতুন চুক্তিতে এখনও সই করেননি আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। এতে তার দল-বদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়। মেসি ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে পারেন বলে তখন খবর বের হয়েছিলো।

কাতালুনিয়ার ক্রীড়া দৈনিক স্পোর্তকে বার্তোমেউ বলেন, “সবাই একমত হয়েছে এবং সই হয়ে গেছে। এখানে তিনটা চুক্তি। একটি মেসি ফাউন্ডেশনের সঙ্গে যেটাতে এর সভাপতি ও মেসির ভাই সই করেছে। আরেকটা মেসির ইমেজ স্বত্ব নিয়ে চুক্তি, যেটায় তার বাবা সই করেছেন, যিনি এই কোম্পানির প্রশাসক। আর একটি নিয়োগের চুক্তি, যেটাতেও তার বাবা সই করেছেন, যা করার ক্ষমতা তার আছে।”

তাহলে আর কী বাকি কী থাকলো-এমন প্রশ্নের জবাবে বার্সেলোনা সভাপতি বলেন, “লিও আসার পর আনুষ্ঠানিক ছবি তোলা হবে এবং সই করার প্রক্রিয়া শেষ হবে। চুক্তি সই হয়ে গেছে। ৩০ জুন থেকে এটা কার্যকর। যে দিন সে বিয়ে করেছিল।”

ব্যস্ত সূচির কারণে যুতসই সময় না পাওয়ায় চুক্তির আনুষ্ঠানিকতা সারা হয়নি বলে দাবি করেন বার্তোমেউ।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি