ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বার্সার সবচেয়ে দামি খেলোয়ার কৌতিনহো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ৭ জানুয়ারি ২০১৮

বার্সেলোনায় যোগ দিয়েছেন ফিলিপে কৌতিনহো। ব্রাজিলিয়ান এই তারকাকে কিনতে গুনতে হবে ১৬০ মিলিয়ন ইউরো। শনিবার বার্সা এবং লিভারপুলের পক্ষ থেকে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হলেন কৌতিনহো। গত আগস্টে ১৫০ মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দিয়েছিলেন ডেম্বেলে। কিন্তু ছয় মাস না যেতেই ডেম্বেলেকে ছাড়িয়ে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা।

শনিবার গভীর রাতে বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে পুরো পরিবারকে নিয়েই পা রাখেন কৌতিনহো। ব্রাজিলিয়ান এই তারকার জন্য প্রাথমিকভাবে লিভারপুলকে ১২০ মিলিয়ন ইউরো দিতে হবে। বাকি ৪০ ইউরো দেওয়া হবে পারফরম্যান্স এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডন থেকে বার্সেলোনার বিমানে উঠতেই স্প্যানিশ এবং ইংলিশ সংবাদমাধ্যমে মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে। এর পরপরই বার্সা এবং লিভারপুলের পক্ষ থেকে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি