ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বার্সায় যাচ্ছেন ভিদাল, বার্য়ানের সঙ্গে চুক্তি সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ৪ আগস্ট ২০১৮

চিলির মিডফিল্ডার আর্থোরো ভিদালকে দলে বেড়াতে বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে স্পেনিশ ক্লাব বার্সেলোনা। তবে কত মিলিয়ন ইউরোতে এই চুক্তি হয়েছে, তা কোনো পক্ষই নিশ্চিত করেনি।

২০১৫ সালে জুভেন্টাস থেকে বায়ার্নে যোগ দেন ভিদাল। জার্মানিতে কাটানো তিন মৌসুমেই জয় করেছেন বুন্দেসলিগা শিরোপা। এক বিবৃতিতে বার্সেলোনা জায়েছে, খুব শিগগিরই তার সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এদিকে বায়ার্নও জানিয়ে দিয়েছে, এই মৌসুমেই বিদায় নিতে যাচ্ছেন ভিদাল।

বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমিনেজ বলেন, ভিদাল সবসময় দারুণ খেলতো। খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে তার। এদিকে ভিদালও তার ক্লাবের সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ২০১১ সাল থেকে টানা চার বছর ইতালির ক্লাব জুভেন্টাসে দারুণ পারফরম্যান্স করেন ভিদাল। চার বছরে টানা চার শিরোপা এনে দেন ভিদাল। এ ছাড়া ২০১৫ সালে ভিদালদের অসাধারণ পারফরম্যান্সের মেসিদের হারিয়ে কোপা আমেরিকা জেতে চিলি।

সূত্র: বিবিসি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি