ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বার্সেলোনার টানা দ্বিতীয় জয়

প্রকাশিত : ১১:১৩, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:১৩, ৪ আগস্ট ২০১৬

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। মুনির হাদ্দাদির জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে তারা। সুইডেনের সোলনা ফ্রেন্ডস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতি যায় কাতালানরা। ২৬ ও ৪৫ মিনিটে জোড়া গোল করেন মুনিরলে হাদ্দাদি। আর ৩৪ মিনিটের গোলটি করেন স্ট্রাইকার সুয়ারেজ। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় লিস্টার। ৪৭ ও ৬৬ মিনিটে আহমেদ মুসা গোল করে ব্যবধান কমান। আর ৮৪ মিনিটে বার্সার হয়ে শেষ গোলটি করেন রাফায়েল গার্সিয়া। নির্ধারিত খেলার শেষ সময় পর্যন্ত আর গোল না হলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিখের শিষ্যরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি