ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাল্টিমোরে সেতু ধসে ৬ জনের মৃত্যু শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ২৭ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ধসের ঘটনায় এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের সবাই মারা গেছেন বলে ধারণা করছেন দেশটির কোস্টগার্ডের সদস্যরা।

কোস্টগার্ড বলছে, ভুক্তভোগীরা নিখোঁজ হওয়ার সময় পানির স্রোত খুব বেশি ছিল। ফলে তাদের আর জীবিত উদ্ধারের কোনো সম্ভাবনা নেই। 

পরে, নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম স্থগিত ঘোষণা হয়। 

কর্মকর্তারা বলছেন, জাহাজটি যান্ত্রিক সমস্যায় পড়ে। পণ্যবাহী জাহাজটি সেতুর দিকে এগোনোর সময় সেটা থেকে সমস্যায় পড়ার সংকেত পাঠানো হয়েছিল। তাতে সেতুতে ওঠার মুখে গাড়ি থামানো গেছে যাতে অনেকের জীবন বেঁচে যায়। 

যে জাহাজটির ধাক্কায় সেতুটি বিধ্বস্ত হয়েছে, সেটি সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ, যার নাম ডালি। বাল্টিমোরের পোর্ট ব্রিজ বন্দর থেকে ৩০০ মিটার লম্বা ওই জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো অভিমুখে যাচ্ছিল। 

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোর শহরের আইকনিক সেতুটিতে সজোরে ধাক্কা মারে মালবাহী জাহাজটি। এরপরই ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ ভেঙে নদীতে পড়ে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি