বাসচাপায় পা থেঁতলে যাওয়া সুমনকে বাঁচানো গেল না
প্রকাশিত : ১১:০৪, ২০ মে ২০১৮
বাসচাপায় পা থেঁতলে যাওয়া কমিউনিটি পুলিশের সদস্য আলাউদ্দিন সুমন পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মারা যান সুমন। রাজধানীর হানিফ ফ্লাইওভারে গত ১২ মে বাসচাপায় তাঁর পা থেঁতলে যায়।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, গত ১২ মে সকালে ওয়ারীর জয় কালীমন্দির এলাকায় হানিফ ফ্লাইওভারে তারাবো পরিবহনের একটি বাসের চাপায় ৪০ বছর বয়সী সুমনের বাঁ পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়।
জাতীয় অর্থোপেডিকহাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় সুমনের অবস্থার অবনতি হলে ১৪ মে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।বৃহস্পতিবার রাতে সেখানেই মারা যান তিনি।
সুমনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাইপুরে। স্ত্রী ঝুমুর আক্তার আর দুই ছেলেমেয়েকে নিয়ে তিনি থাকতেন নারায়ণগঞ্জের সানারপাড়ে।
ওয়ারী থানার এসআই নুরুল ইসলাম জানান, তারাবো পরিবহনের ওই বাসের চালক ইকবাল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।
/ এআর /
আরও পড়ুন