ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাসদ নেতা খালেকুজ্জামানের মায়ের ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

না ফেরা দেশে চলে গেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের মা ফিরোজা খাতুন (৯৫)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে আইসিইউতে ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।

চার ছেলে ও দুই মেয়ের মা ফিরোজা খাতুন চাঁদপুরের ফরিদগঞ্জের শিক্ষাবিদ মরহুম নুরুজ্জামানের স্ত্রী।

তার মৃত্যুতে বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা ফরদগঞ্জে জানাজা শেষে রূপগঞ্জ গ্রামের ভূঁইয়াবাড়ির স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি