ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বাসসের সাবেক প্রধান সম্পাদক ডিপি বড়ুয়া আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ৮ জুলাই ২০২০

দেবপ্রিয় বড়ুয়া

দেবপ্রিয় বড়ুয়া

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক দেবপ্রিয় বড়ুয়া মারা গেছেন। 

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

চার যুগের বেশি সময় সাংবাদিকতার ক্যারিয়ারে দেবপ্রিয় বড়ুয়া ‘ডিপি বড়ুয়া’ নামেই পরিচিত ছিলেন।  ১৯৯৬ সালে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের পদ থেকে অবসরে যাওয়া ডিপি বড়ুয়া ছিলেন জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্যদের একজন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি