ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও নেই ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ১৫ এপ্রিল ২০২২

ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কাউন্টারগুলিতে নেই ভিড়। ঈদে দীর্ঘ ছুটি থাকায় ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত টিকিটের চাহিদা বেশি। তবে মূল্য নিয়ে কোনও অভিযোগ নেই ক্রেতাদের।

প্রতিবারই ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে আগেভাগেই টিকিট বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েন কাউন্টার সংশ্লিষ্টরা। অন্যান্যবারের তুলনায় এবার বেশ আগেই দূরপাল্লার বাসগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও অনেকটাই ফাঁকা কাউন্টারগুলো। 

রাজধানীর কল্যাণপুর, গাবতলীসহ সব এলাকারই চিত্র এমন। যারাই কাউন্টারে আসছেন অনেকেরই চাহিদা শেষ তিনদিনের টিকিটের। 

এদিকে, সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি হচ্ছে বলে জানান কাউন্টার সংশ্লিষ্টরা। তবে যাত্রী উপস্থিতি কম থাকায় কিছুটা হতাশ তারা।

অনলাইনেও বাসের টিকিট প্রাপ্তির সুবিধা থাকায় অনেকেই ঝুঁকছেন সে পথেই। টিকিটের দাম নিয়েও নেই কোনও অভিযোগ।

চলতি মাসের শেষের দিকে আরও জমজমাট বিক্রির আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি