ঢাকা, রবিবার   ১৯ জানুয়ারি ২০২৫

বাস চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫০, ২৭ জুন ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওভারটেকিং করার সময় বেপরোয়া গতির বাসের চাপায় তাসফিয়া হোসেন রিপা (৮) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া নামকস্থানে মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা ওই স্কুল শিক্ষার্থীকে চাপা দেয় ইউনিক পরিবহনের একটি বাস। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রিপা উপজেলার বাহাদুরপুর এলাকার জাকির হোসেনের মেয়ে ও কামাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, রিপা স্কুল শেষে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পারাপার করতে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিতাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। 

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এদিকে, স্কুল সংলগ্ন এই মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপত্তায় ওভারব্রীজ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি