ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাহরাইনে ভবনধসে ৪ বাংলাদেশি নিহত, আহত ২৬   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ১০ অক্টোবর ২০১৮

বাহরাইনের রাজধানী মানামায় বহুতল ভবনধসে ৪ বাংলাদেশি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন। তাদের মধ্যে ২ জনের আশঙ্কাজনক।   

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সকালে এক টুইট বার্তায় জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন।

নিহতরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান, হাজীগঞ্জ উপজেলার জাকির, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল। নিহত অপরজনের নাম আলো মিয়া। তাৎক্ষণিকভাবে তার সঠিক ঠিকানা জানা যায়নি।

তিনতলা ওই ভবনটিতে অর্ধশত বাংলাদেশি শ্রমিক ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মানামার আল মির্জা সড়কের পাশে নেস্ট সুপার মার্কেট-সংলগ্ন তিনতলা বিশিষ্ট ওই ভবনধসের ঘটনা ঘটে।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি