ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বাহারি ডিজাইন, বৈচিত্র আর নতুনত্ব এসেছে টাঙ্গাইল শাড়িতে

প্রকাশিত : ০৮:০৭, ১৮ জুন ২০১৬ | আপডেট: ০৮:০৭, ১৮ জুন ২০১৬

ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইন, বৈচিত্র আর নতুনত্ব এসেছে টাঙ্গাইল শাড়িতে। ব্যস্ততা বেড়েছে তাঁত পল্লীগুলোতে। ঈদ মৌসুমে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় টাঙ্গাইলের শাড়ি। এবছরও প্রায়  একশ কোটি টাকার উপরে শাড়ি কেনাবেচার প্রত্যাশা করছে এ অঞ্চলের তাঁত ব্যবসায়ীরা। আর তাই দম ফেলার ফুরসৎ নেই তাঁত শ্রমিকদের। টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে এখন পাইকারী ক্রেতাদের ভীড়। তাঁতের খট খট শব্দে মুখর টাঙ্গাইলের তাঁতপল্লী। ঈদকে সামনে রেখে নিপুণ বুনন, পাকা রং আর নতুন নতুন ডিজাইনের শাড়ি তৈরিতে ব্যস্ত তাঁতীরা। এরই মধ্যে সুতোয় রং দেয়া থেকে শুরু করে তাঁতে টানানোর কাজ শেষ। এখন চলছে রং বেরংয়েরে শাড়ি বুননের কাজ। এবার ঈদ উপলক্ষ্যে তৈরি হচ্ছে মসলিন জামদানী, ডেনো সিল্ক, তসর সিল্ক, দোতারী সিল্ক,  সুতি জামদানী, কাতান, বালুচুরি, হাজার বুটি, বেনারসীসহ মনকাড়া সব শাড়ি। হরেক রকম ডিজাইনের এসব শাড়ি কিনতে টাঙ্গাইল শাড়ির প্রাণকেন্দ্র পাথরাইলে প্রতিদিনই ভীড় করছেন পাইকারী ক্রেতা আর শাড়ি ব্যবসায়ীরা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী এবার ঈদে দেশের বাজারে প্রায় ২০ লাখ টাঙ্গাইল শাড়ি বাজারজাত হবে বলে জানান, স্থানীয় তাঁত মালিকরা। জনপ্রিয় এই টাঙ্গাইলের শাড়ি বাজারজাতকরন ব্যবস্থা আরো উন্নত করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি