ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বাহুবলী’র মতো জলপ্রপাতে ঝাঁপ : যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২২ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৭, ২২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

 ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর একটি দৃশ্যে অভিনেতা প্রভাস মাহুলি জলপ্রপাত থেকে ঝাঁপ দিয়েছিলেন। বাহুবলীর সেই স্টান্ট বাস্তবে নকল করতে গিয়েই ইন্দ্রপাল পাটিল (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ১৪ জুলাই বন্ধুদের সঙ্গে মহারাষ্ট্রের থানে এলাকার মাহুলি জলপ্রপাত দেখতে যান পাটিল। তিনি বাহুবলীর মতো জলপ্রপাতের ওপর থেকে নীচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক জলপ্রপাতের ওপর থেকে ঝাঁপ দেন। পরে পা দিয়ে একটা পাথর আঁকড়ে ধরার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। পরে বন্ধুরাই তার দেহ জলপ্রপাতের নীচ থেকে বের করেন।

সূত্র: আনন্দবাজার।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি