ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

বায়তুল মোকাদ্দাসের খতিব ঢাকা আসছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২৪ জানুয়ারি ২০১৮

মুসলিম উম্মাহর প্রথম কিবলা বায়তুল মোকাদ্দসের গ্র্যান্ড ইমাম ও খতিব ড. ইকরমা সাঈদ আবদুল্লাহ সাবরি ঢাকায় আসছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠেয় ১৮তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) উদ্যোগে পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এ কিরাত সম্মেলন শুরু হবে আগামী ২৬ জানুয়ারি শুক্রবার বেলা ৩টায়।

কিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার সভাপতি শায়খুল কুর্রা মুহাম্মাদ ইউসুফ হাফিজুল্লাহ।

১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ কিরাত সম্মেলন এটি।

এ ছাড়া ২৮ জানুয়ারি আন্তর্জাতিক কুরআন তিলওয়াত সংস্থা ইকরার উদ্যোগে ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ মসজিদে আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশ নিতে চট্টগ্রামে আসছেন শাইখ ড. ইকরমা সাইদ আবদুল্লাহ সাবরি।

আগামী ২৯ জানুয়ারি কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেও অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও হুসনে কিরাত প্রতিযোগিতা।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি