বায়ুদূষণে দিল্লির জনজীবন বিপর্যস্ত
প্রকাশিত : ১০:২৮, ২৭ নভেম্বর ২০২৩
ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লির জনজীবন। এ অবস্থায় শহরের শিশুদের জীবন হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গত ৪০ বছর ধরে দিল্লির বায়ু মাত্রাতিরিক্তভাবে বাড়ছে বলে জানিয়েছে দিল্লির সুপ্রিম কোর্ট। এ অবস্থায় দিল্লির দূষণের জন্য রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানাকে দায়ী করছে রাজ্য কর্মকর্তা।
এই দুই রাজ্যে ফসলের উচ্ছ্বিষ্ট খড় পোড়ানোর কারণে দিল্লির বাতাসে দূষণের মাত্রা বেড়ছে বলে আদালতে যুক্তি তোলা হয়েছে। আদালতের নির্দেশের পর প্রতিবেশী দুই রাজ্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করে কেজরিওয়াল সরকার।
এর আগে নভেম্বরের শুরু থেকে দূষণের মাত্রা বাড়ায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়। সংকট সমাধানে রাস্তায় অর্ধেক গাড়ি নামানোর পাশাপাশি কৃত্তিম বৃষ্টির নামায় রাজ্য সরকার।
এএইচ
আরও পড়ুন