বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল জারি
প্রকাশিত : ১৪:২০, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ১৪ মার্চ ২০১৬
আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব সহ ৬টি মোবাইল কোম্পানিকে আগামী এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার দুপুরে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ১৩ই ডিসেম্বর বিটিআরসি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য ৬টি টেলিকমিউনিকেশন কোম্পানির প্রতি প্রজ্ঞাপন জারি করে। এই বছরের পহেলা জানুয়ারি থেকে শুরু হয় সিম নিবন্ধন।
এদিকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চ্যলেঞ্জ করে ৯ ই মার্চ রিট করেন আইনজীবী এনামুল হক। সোমবার রিটের শুনানী শেষে রুল জারি করে হাইকোর্ট।
রিটকারী আইনজীবীর দাবি সংবিধান ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর ৩১ ধারার সঙ্গে এটি সাংঘর্ষিক।
আইন ও টেলিকমিউনিকেশন সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও পরিচালক এবং ৬টি টেলি কমিউনিকেশন কোম্পানিকে আগামী এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ২৪ মার্চ রুলের ওপর পরবর্তি শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন