ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপিও সমান সুযোগ পাবে: সিইসি [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৪৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামী নির্বাচনে সব দল সমান সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এসময় তিনি বলেন, নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে এবং আশা করছি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে।

অতীতের যে কোন সময়ের তুলনায় আগামী নির্বাচনের ভালো হবে দাবি করে সিইসি বলেন, নির্বাচনের পরিবেশ ভালো হওয়ায় সব দলই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে।

আজ শুক্রবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। সাংবাদিকরা জিজ্ঞেস করেন, ইসি সবসময় বলে আসছে তারা সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চান, তবে বিএনপি যদি ওই নির্বাচনে না আসে, তা হলে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে কি না?

এমন প্রশ্নের জবাবে, কে এম নুরুল হুদা বলেন, বিএনপিকে ছাড়া কখনোই বলা যাবে না, নির্বাচন সব দলের অংশগ্রহণে হয়েছে। অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গণে গুরুকত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এটা আগেও বলেছি, এখনও বলছি। তাই আশা করছি, বিএনপি অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ আমরা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবো।

টিকে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি