ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে রাখতেই দ্রুত বিচার আইন সংশোধন হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:৫৯, ৬ জুন ২০১৭

বিএনপিকে কোনঠাসা করে নির্বাচন থেকে সরিয়ে রাখতেই দ্রুত বিচার আইন সংশোধন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আবগারী শুল্কবৃদ্ধির প্রস্তাবকে কান্ডজ্ঞানহীন বলে দাবি করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক আলোচনা সভায় এসব বলেন তারা। 
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

আলোচনায় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে সরকার। তবে গ্রহনযোগ্য নির্বাচন না হলে মানা হবে না বলেও হুশিয়ারী দেন তিনি।
আর বাজেটে আবগারী শুল্ক বাড়ানোয় বিনিয়োগ ব্যহত হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
সরকার উন্নয়নের নামে লুটপাটের চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি