ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

বিএনপিকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্রের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২১ মে ২০১৭ | আপডেট: ১৮:০১, ২১ মে ২০১৭

বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতারা।
তারা অভিযোগ করেছেন, ফ্যাস্টিস্ট কায়দায় সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বিএনপি’র চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। এর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশে যুবদল নেতারা এসব অভিযোগ করেন। সকালে চট্টগ্রামের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি