বিএনপির অন্ধত্বের রোগে ধরেছে : নাসিম
প্রকাশিত : ২১:২৭, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:২৭, ২৩ ডিসেম্বর ২০১৭
বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেতাদের অন্ধত্বের রোগে ধরেছে। তিনি বলেন, বিএনপি নেতারা সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। তাদের অন্ধত্ব দূর করতে ওষুধ আবিস্কার করতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জননেতা আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীরএ সদস্য বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে দেশের জনগণ লাল নোটিশ দেবে। খালেদা জিয়া যেহেতু নোটিশের খেলা শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনে জিতলে সুষ্ঠু হয়েছে, আর হারলে কারচুপি হয়েছে এটা কোনো কথা হতে পারে না। জিতলে মানবেন, হারলে মানবেন না। এই মন মানসিকতার পরিবর্তন করতে হবে। এই মানসিকতার কারণে দেশের জনগণ আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তার দল বিএনপিকে লাল নোটিশ দেবে।
আগামী নির্বাচনে বিএনপিকে মাঠে থাকার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন যে নিয়মে হওয়ার কথা, ঠিক সে ভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করবেন না। নির্বাচনের মাঠে থাকতে হবে। মাঠ ছেড়ে পালাবেন না।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, আমরা জনগণের রায় মেনে নিয়েছি। কিন্তু আমাদের দলীয় প্রার্থী কেন পরিজিত হল? আমাদের কি দুর্বলতা ছিল? কি ত্রুটি ছিল? তা আমরা দলীয় ফোরামে বিচার বিশ্লেষণ করবো। নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
টিআর
আরও পড়ুন