ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

‘বিএনপির ইশতেহার জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ১৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৪:২৩, ১৯ ডিসেম্বর ২০১৮

বিএনপির দেওয়া ইশতেহার জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপি যে ইশতেহার দিয়েছে তাতে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা নেই। বিজয়ের মাসে তারা যে ইশতেহার দিয়েছে তা জাতি আশা করেনি বলে উল্লেখ করেন নানক।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

নানক বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কথা না বলে বিএনপি তাদের পক্ষ অবলম্বন করেছে। এটা স্বাধীনতার চেতানার ওপর চরম আঘাত।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের ইশতেহারে সন্ত্রাস-দুর্নীতি, অর্থপাচারে বন্ধের কথা বলেছে। এটা জাতির সঙ্গে প্রতারণা মাত্র। কারণ তারা ক্ষমতায় যখন ছিল তখন তারেক-কোকো অর্থপাচার করেছে। তাই তাদের মুখে এটা হাস্যকর।

এ সময় আওয়ামী লীগের ইশতেহার নিয়ে জনমনে ব্যাপক সাড়া ফেলেছে বলেও মন্তব্য করেন নানক। ৭১ সালের বিজয়ের মতো ২০১৮ সালে জনগন নৌকায় ভোট দিয়ে বিজয় অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এ নেতা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি