ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বিএনপির গুলশান কার্যালয়ের সামনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:১৬, ৯ ডিসেম্বর ২০১৮

বিএনপির মনোনয়ন বঞ্চিতরা আজও বিক্ষোভ করছে। রবিবার সকাল থেকে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে মনোনয়নের জন্য সমর্থকরা বিক্ষোভ মিছিল করে।     

শনিবার সারাদিন বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিত চাঁদপুর-১ আসনের সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা। তারা এ দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেয়। এছাড়া গোপালগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিমুজ্জামান সেলিম, মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন বঞ্চিত খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাবলু, কুমিল্লা-৪ আসনের ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসানের সমর্থকরা গুলশান অফিসে বিক্ষোভ করেন। একপর্যায়ে ওই কার্যালয়ে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাসও ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা। আজও তারা বিক্ষোভ করছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি হয়েছে। এ জন্য বিএনপির যোগ্য প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তৃণমূলের সঙ্গে সম্পর্ক এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়নি। বিভিন্ন আসনে দুর্বল প্রার্থী দেওয়ায় সেসব আসনে বিএনপির পরাজয় নিশ্চিত বলেও মনে করছেন তারা।

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। এই আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল্লাহ। রবিবার সকাল থেকে তার অনুসারী গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।

এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি