ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির নেতাকর্মীদের মতে কাউন্সিলের মাধ্যমেই বিএনপির সাংগঠনিক ভীত আরো সুদৃঢ় হবে

প্রকাশিত : ০৯:৩৫, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ১৯ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের সর্বশেষ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে দিনের মতো রাতেও ছুটে এসছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের কেউ কেউ এত ক্ষুদ্র পরিসরে স্থান সংকুলান হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন। আবার কারো মতে, সব কিছু ছাপিয়ে এই কাউন্সিলের মাধ্যমেই বিএনপির সাংগঠনিক ভীত আরো সুদৃঢ় হবে। বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে ব্যানারে-ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও এর আশেপাশের এলাকা। দিনের মতোই রাতভর চলে কাউন্সিলের প্রস্তুতি। মূল গেট, মঞ্চ এবং কাউন্সিলরদের বসার স্থান সব কিছুই সাজানো হচ্ছে উৎসবের আমেজে। আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে এসব প্রস্তুতির কাজ তদারকি করছেন দলের নেতাকর্মীরা। স্থান সংকুলানের কারণে শেষপর্যন্ত কাউন্সিল সফলভাবে সম্পন্ন হবে কিনা এ নিয়ে শঙ্কিত তৃনমূলের নেতাকর্মীরা। তবে সিনিয়র নেতাদের মতে যত বিপত্তি আসুক না কেন কাউন্সিল সফল করার মাধ্যমে দলের সাংগঠনিক তৎপরতা আরো গতিশীল হবে। ৬ষ্ঠ কাউন্সিলের মাধ্যমে বিএনপি চাঙ্গা হবে বলেও মনে করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি