ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিএনপির ভয়াবহ অত্যাচার মানুষ এখনো ভুলে যায়নি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ২২:৩৪, ৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপির ভয়াবহ অত্যাচার মানুষ এখনো ভুলে যায়নি।   

সেই সময় দলের অনেক নেতাকর্মীসহ সাধারন মানুষ এলাকায় থাকতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতিকে তখন ভোলায় মিটিং করতে দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোন প্রতিশোধ নেয়নি।   

মন্ত্রী আজ সদর উপজেলায় প্রায় ৮ হাজার পরিবারকে শাইলো বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব শাহবুদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন প্রমুখ।

তোফায়েল আহমেদ বলেন, গত ১০ বছরে দেশে অনেক উন্নতি হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তা কেউ করেনি এবং করতেও পারবেনা।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি