ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির মেয়র প্রার্থী গাজীপুরে হাসান, খুলনায় মঞ্জু   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর ও খুলনার সিটি কর্পোরেশন মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। হাসান উদ্দিন সরকারকে গাজীপুর  এবং নজরুল ইসলাম মঞ্জুকে খুলনার সিটি কর্পোরেশনের জন্য মনোনয়ন দিয়েছে। 

সোমবার রাত সাড়ে ৯টায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।     

এর আগে রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ওই সাক্ষাৎকারে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে ৯ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হয়।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটির বর্তমান মেয়র এম এ মান্নান, দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র মান্নানের ছেলে এম মনজুরুল করীম, গাজীপুর জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার, আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।

অপরদিকে খুলনা সিটিতে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন, বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।  

এমএইচ/এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি