ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি’র সঙ্গে সংলাপের দরকার নেই: গোলাপ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ২৮ জুলাই ২০১৮ | আপডেট: ২০:৫৮, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি’র সঙ্গে সংলাপে যাওয়ার কোন দরকার নেই। দেশে এমন কোন অবস্থা এখনো হয়নি যাতে করে বিএনপ’র সঙ্গে সংলাপে যেতে হবে।      

আজ (শনিবার) এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে তামাশা করছে। তাদের কোনো কিছুই স্পষ্ট নয়। তারা একেক সময় একেক ধরনের কথা বলে জনগনকে বিভ্রান্ত করছে। বিএনপি কী চায় তারা সেটা নিজেরাও জানেনা। সংবিধানের মধ্যেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য তাদের সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, এর আগে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠভাবে হয়েছে। তিন সিটি কর্পোরেশন নির্বাচনও সেভাবে অনুষ্ঠিত হবে।  

আআ/এসি      


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি