ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ২২ জুন ২০১৮ | আপডেট: ১৪:৫২, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগামী জাতীয় নির্বাচন ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দলীয় সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, আন্দোলন নাকি নির্বাচন চায়, সেটা নিজেরাই জানে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে সহিংসতার চক্রান্ত হতে পারে। এবার ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করা হবে। এ ছাড়া আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ বর্ধিত সভায় আগামী নির্বাচন সামনে রেখে করণীয় ঠিক করা হবে বলেও জানান কাদের।

আওয়ামী লীগ নেতা আরও বলেন, এখন সংলাপ চায়। এখন সংলাপের কোনো প্রয়োজন নাই। তবে এবার আমরা খুব কনফিডেন্ট। এবার আর গতবারের মতো জ্বালাও-পোড়াও করে পার পাবে না। আবারও বলছি, কেউ যদি ২০০১ সালের রঙিন খোয়াব দেখতে চান, সেই রঙিন খোয়াব আর সফল হবে না।

আরকে// এসএইচ/র


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি