ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

বিএনপি অফিস গুজবের বিরাট ফ্যাক্টরি : ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২৭ জুলাই ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি অফিস গুজবের বিরাট ফ্যাক্টরি। সেখানে থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গুজব, অপপ্রচার চালানো হচ্ছে। আমরা জানি কোথা থেকে কী হচ্ছে? কারা কোথায় কোথায় বসে মিটিং করছেন।’

আজ শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সংগঠনের রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সত্য কথা বললেও দেশের মানুষ এখন বিশ্বাস করে না। কারণ তাদের অবস্থা হয়েছে, গল্পের রাখাল বালকের মতো। গল্পের রাখাল বালক যেমন মিথ্যা কথা বলে অপপ্রচার করতো, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা রাখাল বালকের মতোই অপপ্রচার করছেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের যতটা না অবনতি, তার চেয়ে বেশি অপপ্রচার। তার স্বাস্থ্যের অবনতির কথা ডাক্তাররা বলেন না, অথচ তারা বলেন।’

তিনি বলেন,  ‘দেশে এখন গুজব চালানো হচ্ছে। দেশের কিছু মানুষ বিদেশে দেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। দেশে চলা এসব গুজবের পেছনে বিদেশে বসে কথা বলার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটা খতিয়ে দেখা হবে।’

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি