ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি আস্থাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে : হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, জনগণের বিরুদ্ধে কর্মকান্ডের কারণে বিএনপি আজ আস্থাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।
তিনি বলেন, ‘কোন কর্মকান্ডে সফলতা না পেয়ে বিএনপি এবার শিক্ষার্থীদের কাঁধে সওয়ার হয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এই ঘরপোড়া আগুনে আলু পুড়িয়ে খাওয়া বিএনপির সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’
আজ সকালে কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, এই দলটি (বিএনপি) সরকারকে অস্থিশীল করতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্দোলনের নামে সহিংসতা করে সরকারের পতন ঘটানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে, নির্বাচন বর্জন করে নির্বাচন প্রতিহত করতে চেয়ে ব্যর্থ হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল রাব্বিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি