বিএনপি-জামায়াতের বদানুবাদে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা মামুনুল হকের
প্রকাশিত : ১৭:১৬, ১৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:১৭, ১৬ জানুয়ারি ২০২৫
ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত যেভাবে বাদানুবাদে জড়িয়েছে এর ফলে যদি ফ্যাসিবাদ আবার পুনর্বাসন হয় তবে বাংলার জনগণ বিএনপি-জামায়াতকেও ক্ষমা করবে না।
বুধবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জেলা ইসলামী খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও এতে বক্তব্য দেন।
খেলাফত মজলিসের আমির বলেন, ‘বিএনপি-জামায়াত যেভাবে বাদানুবাদে জড়িয়েছে, এর ফলে যদি ফ্যাসিবাদ আবার পুনর্বাসন হয়, তবে বাংলার জনগণ বিএনপি-জামায়াতকেও ক্ষমা করবে না।’
তিনি বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদ রোধে রাজপথে আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, সেটি ধরে রাখতে হবে।
এ সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন। কোনো তন্ত্রমন্ত্রে কাজ হবে না, একমাত্র ইসলামী হুকুমত ছাড়া এ দেশে বৈষম্যমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়।’
এ সময় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান ও বরিশাল বিভাগীয় ছাত্রশিবিবের দায়িত্বপ্রাপ্ত নেতা আবদুল্লাহ আল নাহিয়ান মঞ্চে উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন