ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বিএনপি-জামায়াত নাশকতা করলে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৮, ২৭ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় নির্বাচন ঘিরেও বিএনপি-জামায়াত যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে জনগণ তা প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল ময়দানের জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন আসলে বিএনপি বারবার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এখন তারা ষড়যন্ত্রের পথ খুঁজছে। বিগত নির্বাচনের মতো যদি আগামী নির্বাচনেও বিএনপি-জামায়াত নাশকতার চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে।

 তিনি বলেন, নির্বাচন কেন্দ্র করে সারাদেশে বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে।

আজ ডিভিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা টাউন হল ময়দানসহ, টাঙ্গাইল পৌর উদ্যান, যশোর টাউন হল ময়দান এবং পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা।  এ সব কর্মসূচিতে সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ নেতারা এবং নির্বাচনি এলাকাগুলোর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কুষ্টিয়ার নির্বাচনি জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি।


টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি