ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি না এলেও নির্বাচন হবে : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২০ জুন ২০১৮ | আপডেট: ১৪:০১, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সে নির্বাচনে অনেক দলই অংশ নেবে। বিএনপি অংশ না নিলেও নির্বাচন হবে। সিটি নির্বাচনগুলোতে অংশ নেওয়ার পরও বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচনে অংশ নেবে না- বিষয়টি বোধগম্য নয়।

আজ বুধবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন মন্ত্রী।

অক্টোবরেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভার আকার ছোট হবে, যদিও এই পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি