বিএনপি নেতারা ঢাকায় বসে গুজব রটাচ্ছে : কাদের
প্রকাশিত : ১৪:৪৪, ১৫ মে ২০১৮
খুলনা সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ফলাফল যা-ই হোক না কেন, তাঁর দল মেনে নেবে বলেও জানান। একই সঙ্গে বিএনপি নেতারা ঢাকায় বসে খুলনা সিটি নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জে আজ মঙ্গলবার দুপুরে খুলনা সিটির ভোট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে তিনি কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ওবায়দুল কাদের বলেন, খুলনায় সুষ্ঠু ভোট হচ্ছে বলেই খবর পাচ্ছি। এখানে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ফলাফল যা-ই হোক না কেন, আওয়ামী লীগ তা মেনে নেবে। আমি বিএনপিকেও একই আহ্বান জানাব।
বিএনপি খুলনা থেকে এবং ঢাকায় বসে নানা রকম গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপি নেতারা ঢাকায় বসে নানা অপ্রাসঙ্গিক ও গুজব ছাড়াচ্ছেন। এটা ঠিক নয়।’
মহাসড়কগুলোতে ব্যাপক যানজট অব্যাহত থাকায় সেতুমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ঈদের আগে যানজট নিরসন করা হবে।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সেতুমন্ত্রী বলেন, বয়সের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। সরকার তাঁর জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে।
আজ সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
/ এআর /
আরও পড়ুন