ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি নেতা দুদু গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করেছে  করছে পুলিশ। আজ  সোমবার  জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত এক মানববন্ধন অংশ নিয়ে বাসায় ফেরার পথে সেগুনবাগিচা এলাকা থেকে দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার  করে রমনা থানা পুলিশ।

বিষয়টি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিশ্চিত করেছেন ।

রমনার ডিসি মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন নাশকতার ঘটনায় রমনা থানার একটি মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন।

টিআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি