ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা সিটির ভোট

বিএনপি বিকেলে ইসিতে যাচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ১৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কিছু দাবি ও অভিযোগ জানাতে বিকেলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবীর খান জানান, আজ রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ ছাড়া থাকবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, খুলনা সিটি নির্বাচন কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং বাড়িতে বাড়িতে তল্লাশির নামে হয়রানির বিষয়ে প্রধান নির্বিাচন কমিশনকে অবহিত করতেই ভোটের ঠিক আগে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল।

এর আগেও বেশ কয়েকবার নির্বাচন কমিশনে গিয়ে ইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সেসব বৈঠকে নিজেদের অভিযোগ ও দাবিগুলো কমিশনকে জানায় তারা। সেসব দাবির উল্লেখযোগ্য ছিল, ভোটের আগে খুলনা সিটির পুলিশ কমিশনারকে প্রত্যাহার ও সুষ্ঠু ভোটের জন্য সেনাবাহিনী মোতায়েন। যদিও বিএনপির প্রধান দুই দাবি নাকচ করে দিয়েছে কমিশন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি