ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিএনপি ভাঙ্গার প্রয়োজন নেই সরকারের’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ১২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি ভাঙ্গার প্রয়োজন সরকারের নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র সংশোধন করে দুর্নীতিবাজ ফেরারি আসামিকে চেয়ারম্যান করায় বিএনপির মধ্যেই ভাঙ্গনের সুর বেজে উঠেছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘প্রতিহিংসারর রাজনীতি আওয়ামী লীগ করে না’  শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ফেরারি আসাসিকে চেয়ারম্যান করায় বিএনপির মধ্যেই কানাঘুষা সৃষ্টি হয়েছে। বিএনপির বিবেকবান নেতারা চুপ করে থাকবে না। গঠনতন্ত্র সংশোধন করে তারাই দলের মধ্যে ভাঙ্গনের পেরেক ঢুকিয়েছে।

খালেদার মামলার রায় নিয়ে মন্ত্রী বলেন, জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলা আওয়ামী লীগ সরকার করেনি। তত্ত্বাবধায়ক সরকার করেছে। বিএনপির আইনজীবীরা দেরি করেই নির্বাচনের বছর এ মামলার রায় করিয়েছে।

এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে কামরুল বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস করলে তার পরিণাম ভয়াবহ হবে। বিএনপিকে বাঁচাতে চাইলে আন্দোলন না করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী।

আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ওলামা লীগের সভাপতি আনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।

আরকে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি