ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

বিএনপি শীর্ষ ২ পদে ২ আসামীকে বসিয়েছেঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩:৫২, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ২১:০৩, ৭ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি শীর্ষ দুই পদে দুই আসামীকে বসিয়েছে। এই দলের কাছে জনগণ কিছু আশা করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ই মার্চের জনসভায় জাতির জনকের আদর্শ বাস্তবায়নের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ৪৫ বছর আগে ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে এদিন জাতির মুক্তি ও স্বাধীনতার মন্ত্র শুনিয়েছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্থানে আবারও মানুষের ঢল। জনসভায় বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭ই মার্চের ভাষনে জনগনকে মুক্তিযুদ্ধের প্রস্তুতির দিকনির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু। আর ২৬ শে মার্চ ইপিআরের টেলিগ্রাম বার্তার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির জনক। বিগত সময়ে বিএনপি-জামাতের সন্ত্রাসের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, আগুনে পুড়িয়ে মানুষ মারার জন্য একদিন খালেদা জিয়ার বিচার হবে। তিনি প্রশ্ন রাখেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের কাছ থেকে জনগন কি পাবে? যে দলের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আসামী তাদের কাছে জনগন কিছু পাবে না। বাস্তবায়ন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা । যে চেতনার মশাল বঙ্গবন্ধু জ্বালিয়েছিলেন সে মশাল হাতে জনগনকে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। ক্রিকেটের খেলায় যেভাবে বাংলাদেশ এগিয়ে গেছে দেশের প্রত্যেক অঙ্গনেই সাফল্য আসবে বলে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। সে সময় মুখরিত জনতা হাততালি স্লোগান দিয়ে তার প্রতি সমর্থন জানান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি