ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএফডিসিতে নতুন এমডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি)-তে যোগ দিয়েছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমির হোসেন। ১১ অক্টোবর থেকে তিনি দায়িত্ব পালন করছেন।

বিদায়ী এমডি তপন কুমার ঘোষ ১০ অক্টোবর বিএফডিসি’তে শেষ কর্মদিবস পালন করেন। তিনি এখন জাতীয় সংসদে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেছেন।

তপন কুমার ঘোষ গত আড়াই বছরের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‌‘বলা যায়, ভালোমন্দ মিলিয়ে সময়টা কেটেছে। এরমধ্যে সুখকর অভিজ্ঞতাই অনেক বেশি। নানা কারণে চলচ্চিত্রের এ প্রাণকেন্দ্রটি আলোচনায় ছিল। এ অভিজ্ঞতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

পুরনো কর্মস্থল সম্পর্কে তিনি আরও যোগ করেন, ‘পেশাসূত্রে তো আর যাওয়া সম্ভব নয়, তবে এফডিসিতে বেড়াতে হলেও যাবো। সবার সহযোগিতা পেয়েছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন ১৯৮৬-এর বিসিএস প্রশাসন ক্যাডার। তিনি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি